• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

শুকিয়ে গেছে খাল-বিলের পানি, দিনাজপুরে চলছে মাছ ধরার ধুম

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জুলাই ২০২২  

বর্ষা মৌসুমে দিনাজপুরের ১৯ নদী আর ৭৫ বিল পানিতে টইটম্বুর থাকে। তবে এবার শ্রাবণেই তেমন একটা বৃষ্টির দেখা মেলেনি। প্রখর রোদে শুকিয়ে গেছে খাল-বিল, জলাশয় ও নিচু জমিতে থাকা পানি। ফলে জেলার ১৩ উপজেলায় চলছে মাছ ধরার ধুম। বিশেষ করে রাস্তার ধারে জলাশয়গুলোতে দেখা যাচ্ছে মাছ ধরার দৃশ্য।

ছোট-বড় সবাই মিলে শুকিয়ে যাওয়া খাল-বিল, জলাশয় ও জমি থেকে ধরছেন দেশি প্রজাতির বিভিন্ন মাছ। রাত জেগে পাম্প দিয়ে পানি সেচের পর সকাল থেকে বিকেল পর্যন্ত মাছ ধরা হচ্ছে। বেশিরভাগই ধরা পড়ছে ছোট ও ডিম ওয়ালা দেশি মাছ। বড় মাছ খুব একটা পাওয়া যাচ্ছে না।

বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নে দেখা যায়, শুকিয়ে যাওয়া ক্ষেতের জমি, নয়নজলি খাল ও বিলে নারী, পুরুষ ও শিশুরা হাতে জাল নিয়ে মাছ ধরছেন। কেউবা কাদার মধ্য থেকে মাছ ধরছেন। কেউবা আবাদি জমির ধারে খাদের পানিতে জড় হওয়া মাছ ধরছেন।

দেওয়ান দিঘী গ্রামের মোসলেম উদ্দিন ও মানিক ইসলাম বলেন, ‘সারারাত জেগে পানি সেচের পর সকাল থেকে মাছ ধরতে শুরু করেছি। দুপুর পর্যন্ত ১০ কেজির মতো মাছ পেয়েছি। পুঁটি, মলা ও টাকি, টেংরা শোল, কই, গচি, তেলাপিয়া মাছ সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে।’

তেঘরা গ্রামের বাবু ও দুলাল মিয়া বলেন, ‘বাড়ির পাশে রাস্তার ধারে ডোবায় পানি জমেছিল। এখন পানি প্রায় শুকিয়ে যাওয়ায় মাছ ধরছি। পাঁচ কেজির মতো মাছ পেয়েছি। মাছগুলো গড়ে ১ হাজার ৫০০ টাকায় টাকায় বিক্রি করেছি।’

মাছ ক্রেতা জসিম উদ্দিন বলেন, এক কেজি মাগুর মাছ কিনেছি সাড়ে ৪০০ টাকায়। বাজারে অনেক দাম। সেগুলো চাষ করা। এ মাছ গুলো দেশি জাতের।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –