– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –
  • বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ গবেষণা বীরগঞ্জে স্লুইসগেটের পানি বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ হাবিপ্রবিতে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন কুড়িগ্রামে বয়স্ক ও বিধবা ভাতা ভোগীদের সাথে মতবিনিময় সভা

পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের, এলাকায় শোকের ছায়া

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২  

পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের, এলাকায় শোকের ছায়া              
রংপুর মহানগরীর একটি ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। একজনের বয়স ছয় ও আরেকজনের সাত বছর। সম্পর্কে ওই দুই শিশু আপন চাচাতো ভাই। দুই শিশু মিলনাপাড়া এলাকার জামিল ও মান্না মিয়ার ছেলে।  

মঙ্গলবার বিকেলে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের মিলনপাড়া এলাকায় বাড়ির পাশে একটি ডোবায় পড়ে গিয়ে ওই দুই শিশুর মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেখানকার ওয়ার্ড কাউন্সিলর মাহাবুব মোর্শেদ।

কাউন্সিলর জানান, বিকেলে দুই ভাই বাড়ির পাশে খেলছিল। এ সময় পাশের একটি ডোবায় পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তাদের ডোবার পানিতে ভাসতে দেখেন। সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –