• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দেশ রক্ষায় নদী বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ছাপাখানা, কর্মীদের ব্যস্ততা ১০ ডিসেম্বর সমাবেশ করবে না আ.লীগ: ওবায়দুল কাদের

গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে মাদক মামলায় ১৮ জন গ্রেফতার

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২  

গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে মাদক মামলায় ১৮ জন গ্রেফতার               
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা মাদক ও ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধে জড়িত। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশ বিভাগ। 

জেলা পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় বিভিন্ন থানায় অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টে ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে চিলমারী থানায় একজন, রৌমারী থানায় একজন, কচাকাটা থানায় একজন।

এছাড়াও সিআর ওয়ারেন্ট মুলে সদর থানায় একজন, ভুরুঙ্গামারী থানায় একজন, রৌমারী থানায় ৩ জন, নিয়মিত মামলায় ৫ জন, পূর্বের মামলায় ৩ জন, ৩৪ ধারায় ২ জনসহ মোট ১৮ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ বিষয়ে কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –