• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রংপুরে অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ১১ লাখ টাকা জরিমানা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২  

রংপুরে অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ১১ লাখ টাকা জরিমানা                 
রংপুরের মিঠাপুকুরে তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান। এসময় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় রংপুর ও জেলা পুলিশ তাকে সহযোগিতা করেন।

ভ্রম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানের সময় মেসার্স টি এম বি ব্রিকস, মেসার্স এফ আই এফ ব্রিকস এবং সম্রাট ব্রিকস এন্ড সিরামিকস নামক তিনটি ইটভাটাকে ইটভাটা স্থাপন ও ভাটা (নিয়নন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টের নেতৃত্ব দেয়া রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান জানান, অবৈধভাবে গড়ে উঠা সব ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –