• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

গাইবান্ধায় লাখো কন্ঠে বিদ্রোহী কবিতা উচ্চারণের সমাপনী অনুষ্ঠান

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২২  

‘উজ্জীবিত হোক তারুণ্যের শক্তি নজরুলের আদর্শে’- এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষে নজরুল চর্চা কেন্দ্র বাদিয়াখালি গাইবান্ধার আয়োজনে 'লাখো কন্ঠে বিদ্রোহী কবিতা উচ্চারণ’র সমাপনী অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর সেখানে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নজরুল চর্চা কেন্দ্র বাদিয়া খালির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ফেরদাউসি জাহান সিদ্দিকার পরিচালনায় ও বীর মুক্তিযোদ্ধা কর্নেল মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকির হোসেন।

এছাড়াও সম্মানিত অতিথি ছিলেন কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী, বেগম রোকেয়া বিশ্ববিদালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শরিফা সালোয়া ডিলা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আফজালুর রহমান বাবু, নজরুল চর্চা কেন্দ্র বাদিয়াখালীর উপদেষ্টা ও (অব.) অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক সিদ্দিকী।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহজাদী হাবিবা সুলতানা।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –