• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঘোড়াঘাটে জোড়া খুনের প্রধান আসামি গ্রেফতার     

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩  

ঘোড়াঘাটে জোড়া খুনের প্রধান আসামি গ্রেফতার                              
অভিযান চালিয়ে জোড়া খুনের মামলার প্রধান আসামি আজহার আলী মন্ডলকে গ্রেফতার করেছেন  রংপুর র‌্যাব-১৩ এর সদস্যরা। গতকাল বৃহস্পতিবার ভোরে আত্মগোপনে থাকা আজহারকে দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার খোদাতপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ।

তিনি জানান, বুধবার সকালে দিনাজপুর ঘোড়াঘাট খোদাতপুর গ্রামের হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মীম ও ভাতিজা রাকিব হোসেন মন্ডল জমিতে সেচ দিতে যান। এ সময় পূর্ব শত্রুতার জেরে আজহারসহ তার অন্য সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালান। এতে গুরুতর আহত মীম ও রাকিবকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মীমের বাবা হায়দার আলী বাদী হয়ে দিনাজপুর ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, জোড়া খুনের ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং মামলার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আজহারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আজহারকে ঘোড়াঘাট থানায় হস্তান্তরসহ অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –