• মঙ্গলবার   ২১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৬ ১৪২৯

  • || ২৬ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেবে না: প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ খাতে বাংলাদেশে বিপ্লব ঘটেছে: স্পিকার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপস নয়-পানিসম্পদ উপমন্ত্রী ১১০০ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র সচিব ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

হাতি দিয়ে চাঁদাবাজি চলছে তারাগঞ্জ উপজেলার হাট-বাজারে

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে চলছে হাতি দিয়ে চাঁদাবাজি। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হাতি দিয়ে চাঁদাবাজি বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন ব্যবসায়ীরা।

জানা গেছে, তারাগঞ্জ উপজেলা মহাসড়কের পাশে অবস্থিত ইকরচালী বাজার, বামনদীঘি বাজার, বালাবাড়ী বাজার, তারাগঞ্জ বেলতলী মোড়, ব্র্যাক মোড়, নতুন চৌপথী বাসস্টান্ড,পুরাতন চৌপথী বাসস্টান্ড, খিয়ারজুম্মা বাজার, চিকলি বাজার, এলাহী বাজার, ধোলাইঘাট বাজার, হাজীরহাট বাজার, ডাঙ্গীরহাট বাজার, বুড়ীরহাট বাজারসহ ছোটবড় বাজারে হাতি দিয়ে চাঁদাবাজি বেড়ে গেছে। চাঁদা না দিলে অনেক সময় হাতির মালিক হাতি দিয়ে দোকানের মালামাল নষ্ট করেন ও হাতি দিয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখান এমনও অভিযোগ রয়েছে। 

তারাগঞ্জ বাজারের ব্যবসায়ী আমজাদ হোসেন অভিযোগ করে বলেন, ‘হাতি দিয়ে চাঁদাবাজি করা এদের এখন পেশা হয়ে গেছে। আগে এরা বছরে দু-একবার আসতো। আর এখন এরা মাসে কয়েকবার আসে। আর এদের কারণে আমরা ব্যবসায়ীরা অস্বস্তিতে রয়েছি। ব্যবসা প্রতিষ্ঠানের ধরন বুঝে চাঁদা দাবি করে হাতির মাহুত। নিম্নে বিশ টাকা থেকে শুরু করে দেড়’শ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে।  

তারাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন আফান বলেন, এখন দেখা যাচ্ছে হাতি নিয়ে প্রায় তারাগঞ্জ বাজারসহ এর আশপাশ বাজারগুলোতে ঢুকে চাঁদাবাজি করছে। বিষয়টি নজরে আসার পর নিষেধ করা হয়েছে তবুও মানছে না হাতির মাহুতেরা। 

তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, হাতি দিয়ে চাঁদাবাজির বিষয়ে কেউ আমাদের এখন পর্যন্ত বলেনি।  অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –