• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিনাজপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ মে ২০২৩  

 
“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে ভূমি সেবা সপ্তাহ পালন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও সদর উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ভূমি সপ্তাহের র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। 

এর আগে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে ভূমি সপ্তাহ উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিচুর রহমান। পরে একই স্থানে স্থাপিত স্টল পরিদর্শন করেন তিনি।

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিচুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোঃ জিন্নাহ আল মামুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে আসা জমির কয়েকজন মালিক তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –