• রোববার ২৮ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল আরো ৪ এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক ‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’

কু‌ড়িগ্রা‌মে বজ্রপা‌তে ২ কৃষ‌কের মৃত্যু

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

কু‌ড়িগ্রা‌মে বজ্রপা‌তে ২ কৃষ‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। মঙ্গলবার বি‌কে‌ল সাড়ে ৫টার দিকে মাঠে কাজ কর‌তে‌ গি‌য়ে তা‌দের মৃত‌্যু হয়।

মৃতরা হলেন, জেলার উলিপু‌র উপজেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের গণক পাড়ার শাহাজালাল এবং চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগানবাড়ি এলাকায় অবরু শেখ।

স্থানীয় ইউপি সদস‌্য বাচ্চু মিয়া জানান, রানীগঞ্জ ইউনিয়নের চর উদনায় ধান কাট‌তে গিয়ে ৪ কৃষক বজ্রপা‌তে আহত হন। এ সময় তা‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নেয়ার প‌থে অবরু শেখ মারা যান। প‌রে অন‌্যদের উলিপুর হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়‌।

অপর‌দি‌কে, উলিপুরে বাদাম ক্ষে‌তে কাজ কর‌তে গি‌য়ে থেতরাই ইউনিয়‌নের চর গোড়াইপিয়ারে শাহাজালাল না‌মে এক কৃষ‌কের মৃত‌্যু হয়ে‌ছে। তি‌নি দলদ‌লিয়া ইউনিয়‌নের গণক পাড়ার বাসিন্দা।

উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –