• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান হলেন মোনায়েম

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মে ২০২৩  

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচনে মো. মোনায়েম মিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো.শাহিনুর ইসলাম প্রামাণিক আনুষ্ঠানিক ভাবে বই প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. মোনায়েম মিয়াকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করেন।

মোনায়েম মিয়া বই প্রতিক নিয়ে ১২২০৪ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা  প্রতীকের প্রার্থী পরিমল কুমার রায় ভোট পেয়েছেন ১০৮০৩ টি ভোট। অনুষ্ঠানে জেলা উপসচিব মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানা, বীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আখিঁ সরকার, বীরগঞ্জ থানা ওসি সুব্রত কুমার সরকার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌর সভায় ৮০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ছয়জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –