• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সুন্দরগঞ্জ উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে নিথর শিশু  

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মে ২০২৩  

 
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আল-মামুন নামে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর চেংমারী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আল-মামুন একই উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোহেল রানার ছেলে। আল-মামুন চেংমারী গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল।

জানা যায়, শিশু আল-মামুন কয়েকদিন আগে তার মা আরিফা বেগমের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে যায়। শুক্রবার দুপুরে সবার অজান্তে সে হামাগুড়ি দিতে দিতে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুর থেকে আল-মামুনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সুন্দরগঞ্জ থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –