• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পীরগঞ্জে চড়ক পূজা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মে ২০২৩  

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের চড়ক পূজা ও বারোলিয়া ধাম মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শেষ বিকেলে উপজেলার হরিটা গ্রামের বারোলিয়াধাম কমিটির আয়োজনে মেলা ও চড়ক পূজা হয়।

চড়ক পূজা মূলত শিব ঠাকুরের পূজা, একে শিবের গাজনও বলা হয়ে থাকে। চড়ক পূজার বিশেষত্ব হলো, ঢাকের বাজনার তালে তালে ভক্তদের নৃত্য,খালি পায়ে আগুনের মধ্য দিয়ে হাঁটা-চলা করা ও লম্বা গাছের খুঁটিতে বাঁশ বেধে দড়ি ঝুলিয়ে চড়ক গাছ তৈরি করে মানুষের পিঠে বিশাল আকারের বরশি গেথে চড়ক গাছে ঝুলে চারপাশে ঘুরাতে থাকেন।

সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন শারীরিক কষ্টের মাধ্যমে পুণ্য লাভ করা যায়। তাই এমন মেলা পূর্ব পুরুষের আমল থেকে হয়ে থাকে।

পূজা কমিটির সভাপতি দুলাল সরকার বলেন, দেশ ও জাতির কল্যাণে এ পূজা করা হয়। অনেকেই মনের আশা পূরণ ও দেবতার সন্তুষ্টি করতে কবুতর, দুধ, কলা নিয় আসেন। চড়ক পূজা দেখতে দিনাজপুর ও ঠাকুরগাও জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্তবৃন্দ এখানে জমায়েত হয়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –