• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মে ২০২৩  

গাইবান্ধায় নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপির ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) ওয়াহেদুল ইসলাম। এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিলন, ছাত্রদল নেতা আব্দুর রহিম বাদশা, ফুলছড়ি ইউনিয়ন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আরজু, ছাত্রদল নেতা আমিনুল হোসেন নাজিম, আমির হোসেন, হুরমুজ আলী, এরেন্ডাবাড়ী ইউনিয়ন যুবদল আহ্বায়ক মশিউর রহমান, ছাত্রদল সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক এসকে শামিম, সদস্য সজিব মিয়া, আতিক হোসেন, বিএনপি নেতা এখলাছুর রহমান, সাইদুর রহমান এবং সাদুল্যাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাছুম। গ্রেফতারকৃত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি (তদন্ত) ওয়াহেদুল ইসলাম বলেন, শুক্রবার রাতে গাইবান্ধা শহরের পুরাতন বাজার এলাকার একটি হোটেলে বসে তারা নাশকতার পরিকল্পনা করছিলেন তারা। ওই সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গত ২৩ মে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –