– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
আন্দোলনের নামে অগ্নিসংযোগ ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদন বৃদ্ধি অপরিহার্য: মুক্তিযুদ্ধমন্ত্রী বিয়ে ভেঙে দেওয়ার ক্ষোভে বন্ধুকে হত্যা, গ্রেফতার ৪ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু সংসদ সদস্যের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় অভিযোগ

পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মে ২০২৩  

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ১০ গ্রাম হেরোইনসহ লাভলী রানী সাহা নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা সদরের চৌরাস্তা বাজারের বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত লাভলী রানী সাহা জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদিগঞ্জ এলাকার সতীশ চন্দ্র সাহার স্ত্রী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম দেবীগঞ্জ উপজেলা সদরের চৌরাস্তা বাজারের বাসস্ট্যান্ড একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে। এ সময় নারী পুলিশের সহায়তায় লাভলী রানী সাহার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় এক লাখ টাকা। আটকের পর ঐ নারীর বিরুদ্ধে মামলা দায়ের শেষে বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন হেরোইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –