• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নীলফামারীতে পুলিশের পক্ষে বিনামূল্যে চক্ষু শিবির

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

 
জেলা পুলিশ উদ্যোগে প্রায় তিন শতাধিক দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার পুলিশ লাইন্সের ড্রিল সেডে দীপ আই কেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় দিন ব্যাপী এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। 

উদ্বোধন অনুষ্ঠানে  জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন,'প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি মহোদয়ের মানবিক নির্দেশনা মেনে নীলফামারী জেলা পুলিশ সর্বদা মানবসেবায় কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময়ে পুলিশ জেলার কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে। এক কথায় বলতে গেলে পুলিশ যখনই যেভাবে পেয়েছে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এই চক্ষু ক্যাম্পেইন।'

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার  (সদর সার্কেল) মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম, শিানবীশ সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন কুন্ডু, দীপ আই কেয়ার ফাউন্ডেশনের সমন্বয়ক সদরুল হাসান রাজু, পরিচালক একেএম ফিরোজ আলম সাইফুল্লাহ, মেডিকেল অফিসার সাজ্জাদ বারি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –