– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –
  • শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
ষড়যন্ত্র প্রতিহত করে চলমান অগ্রযাত্রায় শামিল হতে হবে: রাষ্ট্রপতি বিএনপি যুক্তরাষ্ট্রের কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায়: খাদ্যমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙালি পারে: আইনমন্ত্রী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন প্রধানমন্ত্রীর রাজিবপুরে বিদেশি মদসহ গ্রেফতার ২

পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩  

         
অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার পাশাপাশি প্রতিষ্ঠানে মূল্য তালিকা না রাখায় পঞ্চগড়ে তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

গতকাল শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার ও ব্যারিস্টার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা করেন ভোক্তা অধিকারের পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মোজাদ্দেদিয়া মিষ্টি ভান্ডারে অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় ৪ হাজার টাকা, নুর মিষ্টি ভান্ডারে মূল্য তালিকা না রাখায় ১ হাজার টাকা ও মেসার্স রাজ ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ হাজার টাকা জরিমানাসহ মোট ৭ হাজার টাকা জারিমানা আরোপ ও আদায় করা হয়। 

এছাড়াও বাজারে বিক্রির জন্য আনা গাভীর দুধে ল্যাকটোজেনের পরিমাণ কম থাকায় তা জব্দ করে ফেলে দেয়া হয়।
 
অভিযান পরিচালনার সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –