– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –
  • শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
ষড়যন্ত্র প্রতিহত করে চলমান অগ্রযাত্রায় শামিল হতে হবে: রাষ্ট্রপতি বিএনপি যুক্তরাষ্ট্রের কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায়: খাদ্যমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙালি পারে: আইনমন্ত্রী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন প্রধানমন্ত্রীর রাজিবপুরে বিদেশি মদসহ গ্রেফতার ২

দিনাজপুরে বিএনপি নেতা কারাগারে

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩  

দিনাজপুরে আওয়ামী লীগ নেতার গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় বিএনপি নেতা আনিসুর রহমান ওরফে বাদশাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার দুপুরে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুলফিকার উল্লাহর আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের ইন্সপেক্টর রাজ্জাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আনিসুর রহমান ওরফে বাদশা দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।

জানা যায়, গত ১৯ জুলাই দুপুরে জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগদান করার জন্য জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবু হুসাইন বিপু, খানসামা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ, সৌরভ গুহ ও ইশতিয়াক আহমেদ একটি প্রাইভেটকারে করে দিনাজপুরে আসছিলেন। পথিমধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে আনিসুর রহমান বাদশাসহ কয়েকজন মিলে প্রাইভেটকার থামিয়ে হামলা চালান।

পরে ২৩ জুলাই ঐ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় বাদশাসহ বিএনপি নেতা নাজমুল ইসলাম ও ইসাহাক আলীর নাম দিয়ে অজ্ঞাত আরো বেশ কয়েকজনকে আসামি করা হয়।

এ মামলায় তিনি এতদিন উচ্চ আদালত থেকে শর্তসাপেক্ষে জামিনে ছিলেন। হাইকোর্টের নির্দেশক্রমে ছয় সপ্তাহ পর আজ বাদশা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –