– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –
  • শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
ষড়যন্ত্র প্রতিহত করে চলমান অগ্রযাত্রায় শামিল হতে হবে: রাষ্ট্রপতি বিএনপি যুক্তরাষ্ট্রের কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায়: খাদ্যমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙালি পারে: আইনমন্ত্রী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন প্রধানমন্ত্রীর রাজিবপুরে বিদেশি মদসহ গ্রেফতার ২

কাউনিয়ায় সংঘর্ষে আহত ২৪

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩  

কাউনিয়ার ঢুসমারা সুভাঘাট গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সোমবার দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ২৪ জন আহত হয়েছে। 

আহতদের মধ্যে লালমনিরহাট সদরের তিস্তা গোকুন্ডা গ্রামের নায়েব আলীর ছেলে মোনতাজ আলী, ইনতাজ আলী, শমশের আলীর ছেলে আব্দুল লতিফ, আব্দুর রশিদ, স্ত্রী সুন্দরী বেগম, নায়েব আলীর স্ত্রী মনোয়ারা বেগম, জমির আলীর ছেলে জাহাঙ্গীর আলম, কছির উদ্দিনের ছেলে রমজান আলী, কাউনিয়ার ঢুসমারা গ্রামের মনসুর আলীর ছেলে সোহরাব হোসেন, রফিকুজ্জল, সাইদুল ইসলাম, মোফাজ্জল হোসেনের ছেলে শাহা আলম ও শাহীন মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, সোমবার লালমনিরহাট সদরের তিস্তা গোকুন্ডা গ্রামের নায়েব আলীর পাটখেত দখল করতে যান পার্শ্ববর্তী কাউনিয়ার ঢুসমারা গ্রামের মনসুর আলীর ছেলে সোহরাব আলী। খবর পেয়ে নায়েব আলী পরিবারের লোকজন নিয়ে জমিতে গিয়ে আইল বাঁধতে নিষেধ করেন। পরে কথা কাটাকাটির একপর্যায়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে নারীসহ অন্তত ২৪ জন আহত হয়। 

ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –