– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –
  • শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
ষড়যন্ত্র প্রতিহত করে চলমান অগ্রযাত্রায় শামিল হতে হবে: রাষ্ট্রপতি বিএনপি যুক্তরাষ্ট্রের কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায়: খাদ্যমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙালি পারে: আইনমন্ত্রী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন প্রধানমন্ত্রীর রাজিবপুরে বিদেশি মদসহ গ্রেফতার ২

রংপুর পুলিশকে বাণিজ্যমন্ত্রীর আল্টিমেটাম

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

রংপুর মেট্রোপলিটন পুলিশকে আল্টিমেটাম দিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রংপুর মেট্রোপলিটন এরিয়াতে এক মাসের মধ্যে মাদক নির্মূল ও মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। একইসঙ্গে নগরের শৃঙ্খলা বজায় রাখতে আরও গতিশীল হতে হবে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আল্টিমেটাম দেন তিনি।

পুলিশের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে যারা চিকিৎসা সেবা ও ওষুধ পেয়েছে তারা পরবর্তীতে পুলিশের মেডিকেল সেবা যেন নিতে পারে সে সুযোগও রাখতে হবে।

রক্তদানে সবাইকে উৎসাহিত হওয়ার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের সবাইকে মানবিক হতে হবে। যেকোনো মানুষের প্রয়োজনে রক্তদানে এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পঙ্কজ কুমার শাহা, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –