পর্যটকদের টানছে কাঞ্চনজঙ্ঘার মায়া
– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩

শীত মৌসুম শুরুর আগ মুহূর্তে উত্তরের মেঘমুক্ত আকাশে খালি চোখে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার মোহনীয় সৌন্দর্য। এই সৌন্দর্যে মুগ্ধ হতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছুটছেন হাজারও পর্যটক। পর্যটকের সমাগমে মুখরিত হয়ে উঠেছে উত্তরের এ জেলার পর্যটন স্পটগুলো।
গত বৃহস্পতি, শুক্র ও শনিবার তেঁতুলিয়ার পর্যটনস্পট ডাকবাংলোয় গিয়ে দেখা গেছে, ভোরের আলো ফোটার আগে আগে সেখানে নেমেছে পর্যটকের ঢল। তারা মহানন্দা নদীর তীরে ডাকবাংলোয় দাঁড়িয়ে দেখছেন হেমন্তের ভোরে হিমালয়ের বরফে টুপি পরা অপরূপ কাঞ্চনজঙ্ঘা। কেউ কেউ কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় পরের দিন ভোরে আবার হাজির হচ্ছেন।
প্রতিবছর কাঞ্চনজঙ্ঘা দেখতে পর্যটকেরা পাড়ি জমান হিমালয়ের দেশ নেপালে। ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের টাইগার হিলে দাঁড়িয়ে অপরূপ কাঞ্চনজঙ্ঘায় মুগ্ধ হন পর্যটকেরা। কেউ একেবারে কাছ থেকে দেখতে নেপালেই ছুটে যান।
মোহনীয় রূপে আচ্ছাদিত এই কাঞ্চনজঙ্ঘা ক্ষণে ক্ষণে বদলায় রঙ। ভোরে সূর্যোদয়ের সময় মনে হয় যেন কাঞ্চনজঙ্ঘা সাদা বরফে ছেয়ে গেছে। বেলা বাড়লে আবার সেই রূপ বদলায়। দিনের মধ্যভাগে মনে হয় প্রকাণ্ড মেঘ উত্তরের আকাশ দখল করে দাঁড়িয়ে আছে। বিকেলের কাঞ্চনজঙ্ঘা যেন লজ্জারাঙা। আর গোধূলিবেলায় পুরো কাঞ্চনজঙ্ঘা আবির খেলায় মেতে ওঠে।
কাঞ্চনজঙ্ঘা ছাড়াও জেলার পর্যটন স্পটগুলো ঘুরে দেখছেন পর্যটকরা। বাংলাবান্ধা স্থলবন্দর, ইমিগ্রেশন ও জিরো পয়েন্ট, বিজিবি-বিএসফের জয়েন্ট রিট্রিট সেরিমনি, ইংরেজ আমলে জেলা পরিষদ ডাকবাংলো, সমতল ভূমির চা বাগান, আনন্দধারা পার্ক, ভিতরগড় দূর্গনগরী, মহারাজা দিঘী, পাথরের জাদুঘর, মোগল স্থাপনা মির্জাপুর শাহী মসজিদ, বোদেশ্বরী পীঠ মন্দিরসব বিভিন্ন ঐতিহ্য ও দর্শনীয় স্থানগুলো মুগ্ধ করছে পর্যটকদের।
পর্যটকদের আগমনে ঘুরে দাঁড়িয়েছে স্থানীয় অর্থনীতি। পর্যটকদের নিরাপত্তাসহ যাবতীয় সেবা দিচ্ছে স্থানীয় প্রশাসন, থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ। তেঁতুলিয়ায় স্থাপিত ট্যুরিস্ট পুলিশ পঞ্চগড় জোন পর্যটকদের নিরাপত্তাসহ তাদের সমস্যা নিরসনে কাজ করছে।
কথা হয় কাঞ্চনজঙ্ঘা দেখতে আসা চট্টগ্রাম থেকে পর্যটক ইকবাল আজিজের সাথে। তিনি জানান, কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছি চট্টগ্রাম থেকে। টানা তিনদিন ধরে কাঞ্চনজঙ্ঘা দেখেও তৃপ্তি মিটছে না। এ অনুভূতি প্রকাশ করার মতো নয়। দেশের মাটি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার।
এডভোকেট আবু সাঈদ সোহান, সাফিন হাসনাত, নাবিল বিন আহসান, জেনিসনসহ আরও কয়েকজন পর্যটক ঢাকা পোস্টকে জানান, আমরা ভোরে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করেছি। খুব ভালো লেগেছে। সময় পেলে আবারও আসবো। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া পর্যটন এলাকা হিসেবে এখানে অনেক কিছুই দেখার মতো রয়েছে। যা আমাদের মতো পর্যটকদের মুগ্ধ করছে।
স্থানীয় আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ জানান, শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করার মোক্ষম সময় ভোর ও বিকেল বেলা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নানান রঙ নিয়ে হাজির হয় বরফে আচ্ছাদিত এ পর্বতচূড়া। কখনো শুভ্র, কখনো গোলাপি, আবার কখনো লাল রঙ। ভোরের আলো ফুটতেই তা গিয়ে পড়ে ঠিক কাঞ্চনজঙ্ঘার চূড়ায়। চারপাশে আবছা অন্ধকার থাকলেও চকচক করে চূড়াটি। ভোরের আলোয় এবং বিকেল পর্বত চূড়াটি পোড়া মাটির রঙ নেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু ঝাপসা হয়ে আসে। তখন রং হয় সাদা। দূর থেকে মনে হয় এ যেন আকাশের গায়ে খন্ড বরফ।
দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার অনুভূতি জানিয়ে কবির বুলবুল বলেন, এক সপ্তাহ আগে ভারতের দার্জিলিংয়ের টাইগার হিলস থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে এসেছি। ওখান থেকে অনেক কাছে। যারা পাসপোর্ট-ভিসা আছে তারা দার্জিলিং, নেপালে গিয়ে দেখতে পারছেন। আমার বাসা তেঁতুলিয়া উপজেলার সদরেই। বাড়ি থেকেই দেখা যায় এই মোহনীয় রূপের কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড় ট্যুরিস্ট পুলিশ জোনের অফিসার ইনচার্জ মো.সাজেদুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে যেসব পর্যটক আমাদের এখানে আসেন তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিদিন ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত পর্যটনস্পট ডাকবাংলো পিকনিক কর্ণারে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা থাকে। আমরা নতুনভাবে উদ্যোগ নিয়েছি কোন পর্যটক যেন স্থানীয় কিংবা দুস্কৃতিকারী দ্বারা হয়রানি শিকার না হন, তার জন্য আমরা হেল্প ডেস্ক তৈরি করবো। এটি স্থানীয়দের সহযোগিতা নেয়া হবে। পর্যটকরা সমস্যা তুলে ধরতে পারবেন। আমরা তা নিরসন ও নিরাপত্তা প্রদানে তৎপর রয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বী বলেন, কাঞ্চনজঙ্ঘা দেখতে হেমন্ত-শীতের সময়ে দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এই সময়ে কাঞ্চনজঙ্ঘা চমৎকার দেখা যায়। সেই সঙ্গে পঞ্চগড়ের সমতলের চা শিল্পসহ অনেক পর্যটন কেন্দ্র রয়েছে। পর্যটকরা যেন নির্বিঘ্নে ভ্রমণ উপভোগ করতে পারেন সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পর্যটকদের থাকার জন্য তেঁতুলিয়া ডাক বাংলোতে পুরনো দুটি ভবনের পাশাপাশি বেরং কমপ্লেক্স নামে নতুন আরেকটি বাংলো নির্মাণ করা হয়েছে। আশা করি পর্যটকরা পঞ্চগড়ে তাদের ভ্রমণ উপভোগ করতে পারবেন।
– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –- বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের নতুন কমিটি গঠন
- প্রটোকল ছাড়াই পতাকাবিহীন গাড়িতে শেখ হাসিনা
- দেশের ৩ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত
- বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত: রাষ্ট্রপতি
- সিরাজগঞ্জে নানা আয়োজনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উৎসব উদযাপন
- বাংলাদেশিদের জন্য ভিসা ফি কমালো চীন
- সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিভিন্ন অনিয়ম বিষয়ে প্রেস ব্রিফিং
- রংপুরের ৩৬টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁসের চেষ্টাকালে ১জন গ্রেফতার
- জুমার দিন ও সালাতের গুরুত্ব
- এক উইকেট হারিয়ে লিড নিয়েছে বাংলাদেশ
- হিন্দি সিনেমায় জয়া আহসানের অভিষেক আজ
- প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত
- ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি সোনাসহ আটক ৪
- নিষেধাজ্ঞা এলে বিএনপির ওপর আসবে: ওবায়দুল কাদের
- হঠাৎ নিরাপত্তার বেড়াজালে দিল্লি
- ইফতারকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিল ইউনেস্কো
- রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ নারী
- দোয়া কবুল হওয়ার কিছু বিশেষ সময়
- আরও ৯ জনের করোনা শনাক্ত
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৭
- পীরগঞ্জে বীজ ও সার বিতরণ
- পীরগঞ্জে কৃষি খাস জমিতে ভূমিহীনদের অভিগম্যতা বিষয়ক সেমিনার
- ৩৩৮ ওসি বদলিতে ইসির অনুমোদন
- পরীক্ষামূলক চলল বুড়িমারী এক্সপ্রেস ট্রেন
- প্রস্তুতি ম্যাচে বাবরের অদ্ভূত কাণ্ড
- কে-পপ তারকা দম্পতির বিচ্ছেদ
- খাওয়ার আগে ও পরে যে দোয়া পড়বেন
- ইসরায়েলি হামলায় আল জাজিরা সাংবাদিকের পরিবারের ২২ সদস্য নিহত
- আওয়ামী লীগ কর্মীদের নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই: কৃষিমন্ত্রী
- যে কারণে আলিয়ার হাতে মার খাওয়ার ভয়ে থাকেন রণবীর
- ভোট দেখতে আসতে চায় ১২ দেশের পর্যবেক্ষক: ইসির অতিরিক্ত সচিব
- নীতি সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক
- ‘আমাদের হারানোর কিছু নেই, ভারতই চাপে থাকবে’
- বাংলা ভাষার ১৬ টুলস উন্নয়নে কাজ করছে সরকার
- ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
- শিশুরা আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে: স্পিকার
- হামাসকে নির্মূল করতে পারবে না ইসরায়েল: হিজবুল্লাহ
- কঠিন সময়ে কপিলের সমর্থন পেলেন বাবর
- আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩, বাংলাদেশের সাবধানী শুরু
- বাংলাদেশ-মালদ্বীপ আন্তঃসহযোগিতা বৃদ্ধিতে কাজ করছে সরকার
- ৪৬তম বিসিএস বিজ্ঞপ্তি আসছে কাল, পদ ৩১০০
- ফিলিস্তিনের হামাসকে ধ্বংস করা যাবে না: বোরেলের স্বীকারোক্তি
- নির্বাচন বাধাগ্রস্তকারীদের আইনের আওতায় আনা হবে: হারুন অর রশীদ
- জমির জন্য বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার
- ২৭০ কোটি টাকা প্রণোদনা পাবেন বিদেশফেরত দুই লাখ কর্মী
- কে-পপ তারকা দম্পতির বিচ্ছেদ
- ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান
- আদিবাসী সম্প্রদায়ের সুজন কাজের ফাঁকে ইংরেজী বলে ভাইরাল
- নির্বাচনের পর শ্রম আইনের ত্রুটি সংশোধন করা হবে: আইনমন্ত্রী