• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নরমাল ডেলিভারিতে একসঙ্গে তিন ফুটফুটে কন্যা সন্তান প্রসব

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯  

শুক্রবার সকালে নরমাল ডেলিভারিতে এক সঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সালেহা খাতুন নামে এক গৃহবধূ। ময়মনসিংহের ভালুকায় চাপরবাড়ি গ্রামে এটি ঘটে।

জানা যায়, ভালুকার ৪ নং ওয়ার্ড চাপড়বাড়ি গ্রামের মধ্যপাড়া খান বাড়ির রুমায়ন খানের স্ত্রী ছালেহা খাতুন একই সঙ্গে তিনটি কন্যা সন্তান প্রসব করেন।

রুমায়ন খানের পিতা সাবেক মেম্বার শাহজাহান খান বলেন, আমার ছেলের আগে একটি কন্যা সন্তান রয়েছে। আজ সকালে তিনটি কন্যা জন্ম দিয়েছে ছেলের বৌ। মা ও নবজাতকরা সুস্থ আছে।

এদিকে জন্মের পর থেকেই নবজাতকদের দেখার জন্য খান বাড়িতে জনগণের ভিড় দেখা যায়। তাদের দাদা শাহজাহান খান সবার কাছে নাতনি ও পুত্রবধূর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

নবজাতকদের বাবা-মা জানান, আমাদের অর্থনৈতিক অবস্থা যদিও ভালো নয়, তবুও আল্লাহর কাছে শুকরিয়া। তিনি যেন আমাদের সন্তানদের সুস্থভাবে বাঁচিয়ে রাখেন। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –