• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

পারিবারিক বিরোধের জেরে দু’পক্ষের মারামারি, নিহত ১

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৪  

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে মারামারির সময় সলিরাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার সেনগাঁও ইউনিয়নের দানাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, পারিবারিক বিরোধের জেরে সকালে দানাজপুর গ্রামের সলিরামের পরিবারের সঙ্গে একই এলাকার সুশীলের পরিবারের মারামারি হয়। মারামারির একপর্যায়ে সলিরাম অসুস্থ হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। আহত হন কান্ত নামে আরো একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দুপুরে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

পীরগঞ্জ থানার ওসি খাইরুল আনাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –