• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৯ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

দিনাজপুরে জাল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪  

দিনাজপুর সদর উপজেলায় মাছ মারার জাল চুরির অভিযোগে তহিদুর রহমান বাঙ্গু (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কাউগাঁও হাটখোলা গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এর আগে এদিন দুপুরে তাকে কয়েকজন যুবক পিটিয়ে গুরুতর আহত করেছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার জুম্মার নামাজের একটু আগে কয়েকজন যুবক তহিদুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর কাউগাও রেললাইনের পাশে বাঁশের ঝাড়ে তাকে আটকে চোর সন্দেহে ব্যাপকভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এক পর্যায়ে গুরুতর আহত হয়ে মাটিতে নুয়ে পড়লে তার প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় এক পল্লী চিকিৎসককে ডাকা হয়। কিন্তু তহিদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি চিকিৎসা দিতে অস্বীকৃতি জানান। পরে হামলাকারীরা কৌশলে তহিদুলকে তার বাড়ির পাশে রেখে পালিয়ে যান।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, নিহত তহিদুলের শরীরে আঘাতের দাগ আছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অবশ্যই একটি হত্যা মামলা হবে এবং অপরাধীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –