• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পদ্মাসেতুর পরে সরকার মেঘনা সেতুও বাস্তবায়ন করবে

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১  

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, পদ্মাসেতু উদ্বোধনের পরে সরকার মেঘনা সেতুও বাস্তবায়ন করবে।

বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে মুজিব শতবর্ষ জেলা দাবা লীগ-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী একথা বলেন।

উপমন্ত্রী বলেন, মেঘনা সেতু বাস্তবায়ন হলে শরীয়তপুর জেলার উপর দিয়ে চট্টগ্রাম থেকে মোংলা পর্যন্ত পোর্ট-টু-পোর্ট রেললাইন হবে। তখন শরীয়তপুর উন্নয়ন ও অগ্রগতির দিক থেকে বাংলাদেশের প্রথম সারির ১০টি জেলার একটি জেলায় রূপান্তরিত হবে।

পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমপি ইকবাল হোসেন অপু, সিভিল সার্জন এস এম আব্দুল্লাহ-আল-মুরাদ, শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –