• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

করোনা মোকাবেলায় বাংলাদেশের প্রশংসা মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১  

মহামারি করোনা সফলভাবে নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের প্রশংসা করেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়নেরও বিশেষভাবে প্রশংসা করেন তিনি।

রোববার মালেতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দেশটির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে গেলে তিনি এ প্রশংসা করেন। সাক্ষাতের সময় পররাষ্ট্র সচিবের সঙ্গে ছিলেন রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট তার সাম্প্রতিক বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন এবং একটি সফল সফরের আয়োজন করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভাইস প্রেসিডেন্টকে সফলভাবে সম্পন্ন হওয়া পররাষ্ট্র দফতরের পরামর্শ বৈঠক সম্পর্কে অবহিত করেন। উভয় পক্ষই দক্ষতা উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, ব্যবসা, বাণিজ্য, সংযোগ এবং পর্যটনে সহযোগিতার ক্ষেত্রে একে অপরের সঙ্গে সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্ট বিশেষ করে দক্ষতা উন্নয়ন এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের সক্ষমতার প্রশংসা করেন, যা তিনি তার ঢাকা সফরে ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ করেছিলেন বলে জানান।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম ২২ নভেম্বর তিনদিনের সফরে ঢাকা এসেছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –