• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হতে হবে: প্রধানমন্ত্রী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২১  

পড়াশোনা শেষ করে শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন: উদ্যোক্তা হওয়ার জন্য সরকার সব ধরনের সহযোগিতা দেবে।

একইসাথে যেখানে সেখানে শিল্প না গড়ে সুনির্দিষ্ট জায়গায় শিল্প গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

রোববার এসএমই ফাউন্ডেশন আয়োজিত নবম জাতীয় ‘৯ম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২১’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে তিনি অনলাইনে মেলার উদ্বোধনীতে যোগ দেন।

এসময় আন্তর্জাতিক মানে পণ্য উৎপাদনের পাশাপাশি কোন দেশে কোন পণ্যের চাহিদা রয়েছে সেভাবে পণ্য উৎপাদন করতে বলেন প্রধানমন্ত্রী।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের অবদান ও অংশগ্রহণকে স্বীকৃতি দিতে চারজন উদ্যোক্তার হাতে এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেয়া হয়।

৫ থেকে ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –