• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২  

টানা তিনদিন মৃদু শৈত্যপ্রবাহের পর উত্তরের জনপদ পঞ্চগড়ে শুরু হয়েছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে জেলায় সর্বনিম্ন ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

শুক্রবার সকালেও সূর্যের মুখ দেখা যাওয়ায় জনমনে কিছুটা স্বস্তি দেখা যায়। তবে টানা শৈত্যপ্রবাহে প্রতিদিন বিকালের পর থেকেই শুরু হয় ঘন কুয়াশা। উত্তরের হিম শীতল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন।

শহরের তুলারডাংগা মহল্লার ইজিবাইক চালক সফিজুল ইসলাম বলেন, ‘আগে প্রতিদিন ৫০০-৭০০ টাকা পর্যন্ত আয় হতো। এখন ঠান্ডার কারণে কেউ গাড়িতে উঠতে চায় না। দৈনিক আয় অর্ধেকেরও কম হয়। শীতে পরিবার নিয়ে অনেক কষ্টে আছি।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, ‘শুক্রবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।’

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –