• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

করোনায় মৃত্যু আবারও ২০-এর নিচে, কমল শনাক্তও

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২  

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৩৮ জনে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে চার হাজার ৬৯২ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জনে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, শনাক্তের হার ১৩.৫৩ শতাংশ।

এর আগে গতকাল রবিবার (১৩ ফেব্রুয়ারি) দেশে করোনাভাইরাসে ২৮ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া রোগী শনাক্ত হয়েছিলেন চার হাজার ৮৩৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৪ হাজার ৬৪৯টি। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৬৮৯টি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪.৬৯ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৩ হাজার ২৩৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৬ লাখ ৯১ হাজার ৮৯২ জন।

এতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ জন, নারী সাতজন। ঢাকা বিভাগে মারা গেছে ১০ জন। ময়মনসিংহে ২, চট্টগ্রামে ৩, সিলেটে ১, খুলনায় ১, বরিশালে ১, ও রংপুরে ১ জন করে মৃত্যু হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –