• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বাংলাদেশি ইমাম-মুয়াজ্জিনদের ভূয়সী প্রশংসায় কাতারের মন্ত্রী       

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২  

কাতারের ধর্ম বিষয়কমন্ত্রী ঘানিম শাহীন আল ঘানিমের সঙ্গে গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন বৈঠক করেছেন।

রাষ্ট্রদূত কাতারের শ্রম আইন সংস্কারসহ বিদেশি কর্মীদের কল্যাণে গৃহীত নানামুখী পদক্ষেপের জন্য কাতার সরকারকে ধন্যবাদ দেন। কাতারের ধর্ম বিষয়ক মন্ত্রী কাতারে নিয়োজিত বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিনদের ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে বাংলাদেশ থেকে আরও ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে কাতার ধর্ম মন্ত্রণালয়ের পরিচালক আহমেদ জসীম আল মোহাম্মদ আল মুফতাহ ও বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –