• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বঙ্গমাতার ঋণ শোধ হওয়ার নয়: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২  

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, বঙ্গমাতা শহিদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রশিক্ষণ একাডেমিতে শহিদ মিনার নির্মাণ করতে পেরে আমরা গর্বিত। বঙ্গমাতা ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা অর্জনের প্রতিটি পদক্ষেপে জাতির পিতার নেপথ্য শক্তি ও বিশ্বস্ত সহচর হয়ে ছিলেন। তিনি ছিলেন সত্যিকারের বড় গেরিলা যোদ্ধা। দেশের জন্য বঙ্গমাতার যে অবদান, সে ঋণ কখনো শোধ হওয়ার নয়।

বৃহস্পতিবার গাজীপুরের জিরানীতে শহিদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রশিক্ষণ একাডেমিতে নবনির্মিত শহিদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
 
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, সদ্যস্বাধীন দেশে জাতির পিতা নারীর কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ১৯৭২ সালে নারী পুনর্বাসন বোর্ড গঠন করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত নারীদের চিকিৎসা ও পুনর্বাসন করেন। পুনর্বাসন, নারীর অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বঙ্গবন্ধু গৃহীত সব কাজে বঙ্গমাতা অসাধারণ অবদান রাখেন। 

তিনি বলেন, শহিদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রশিক্ষণ একাডেমি বিভিন্ন ট্রেডে নারীদের প্রশিক্ষণ প্রদান করছে। এর ফলে নারীরা আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করছে। প্রশিক্ষণ কেন্দ্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে নারীরা আসে দক্ষতা বৃদ্ধি ও নতুন কিছু শিখতে। এই শহিদ মিনারের মাধ্যমে তারা মহান ভাষা আন্দোলন সম্পর্কে জানতে পারবে।

মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক ফরিদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান এবং পরিচালক মনোয়ারা ইশরাতসহ মন্ত্রণালয়, দফতর, সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –