• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

চলতি মাসেই টাকা ফেরত পাবেন আরো কিছু ই-কমার্স গ্রাহক

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২  

চলতি মাসে আরো কিছু ই-কমার্স প্রতিষ্ঠানের গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে। এছাড়া পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা দুটি ই-কমার্স প্রতিষ্ঠানের গ্রাহকদের টাকা এরই মধ্যে ফেরত দেওয়া শুরু হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) ও কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান এ এইচ এম সফিকুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়েতে আলেশা মার্টের গ্রাহকদের আটকে থাকা টাকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা জানান। 

অনুষ্ঠানে আলেশা মার্টের ১০ গ্রাহককে ২৮ লাখ ৩৬ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে বলেও জানা গেছে।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, আমরা আজ টেকনিক্যাল কমিটির মিটিং করেছি। সেখানে অন্ততপক্ষে ৭/৮টি অপারেটরকে চিহ্নিত করতে পেরেছি। আমরা আশা করছি চলতি মাসে আরো বেশকিছু অপারেটরের (ই-কমার্স) টাকাও কিউকম এবং আলেশা মার্টের স্টাইলে ফেরত দিতে পারব। সিআইডি আমাদের আশ্বস্ত করেছে।

অতিরিক্ত সচিব বলেন, আমাদের প্রথম সিদ্ধান্ত, আমরা গ্রাহকদের টাকা ওয়ান ওয়েতে ফেরত দেব।

ই-ভ্যালি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ই-ভ্যালির বিষয়ে হাইকোর্ট একটা পরিচালনা পর্ষদ করেছেন। সেই পর্ষদ কাজ করছে। এ বিষয় আসলে কিছু করার নেই। তবে হাইকোর্ট যদি আমাদের নির্দেশ দেন, তাহলে আমরা কার্যক্রম হাতে নেব।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –