• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

এক ইঞ্চি জমিও চাষের বাইরে রাখা যাবে না: খাদ্যমন্ত্রী 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২  

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ১৭ কোটি মানুষের খাদ্য যোগান দিতে হচ্ছে। এ জন্য দেশের এক ইঞ্চি জমিও চাষের বাইরে রাখা যাবে না। আমাদের খাদ্য উৎপাদন আরও বাড়াতে হবে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পোরশা উপজেলার সরাইগাছি খাদ্য গুদাম প্রাঙ্গণে সেচ লাইসেন্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য সংরক্ষণের পাশাপাশি কৃষকের ধানের বীজ সংরক্ষণে পারিবারিক সাইলো ভূমিকা রাখবে। এই জন্য মুজিববর্ষে ৩ লাখ পারিবারিক সাইলো বিতরণ করা হচ্ছে।  

পোরশা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারি, পোরশা উপজেলা চেয়ারম্যান শাহ  মনজুর মোরশেদ চৌধুরী বক্তব্য রাখেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –