• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ভারত বাংলাদেশের গণতন্ত্রের বন্ধু : ভারতীয় হাইকমিশনার

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২  

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা বাংলাদেশের বন্ধু। আমরা বাংলাদেশের গণতন্ত্রের বন্ধু। আপনাদের (বাংলাদেশের) নির্বাচন নিয়ে আমাদের (ভারতের) কোনো মন্তব্য নেই।

শনিবার চট্টগ্রামের ফটিকছড়িতে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
হাইকমিশনার বলেন, আমরা দেখছি, বাংলাদেশে নির্বাচন নিয়ে প্রক্রিয়া চলছে। আমরা নির্বাচনের ফলাফল দেখব এবং পরবর্তী সরকারের সঙ্গে কাজ করব। বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের কোনো মন্তব্য করা সমীচীন নয়।

ভারতীয় হাইকমিশনার চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফে শাহ সুফি সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর ১০৩তম খোশরোজ শরিফ উপলক্ষে তাঁর মাজারে ভারত সরকারের পক্ষ থেকে গিলাফ হস্তান্তরের পর এ কথা বলেন।

এ সময় তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সংসদ সদস্য আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, রামগড় স্থলবন্দর খুব শিগগিরই চালু হবে। ব্রিজ নির্মাণকাজ শেষ হয়েছে, ইয়ার্ড নির্মাণের কাজ চলছে। চট্টগ্রামের ফটিকছড়ির ওপর দিয়ে সড়কপথেই কনটেইনার পরিবহন হবে ভারতে। ট্রানজিট চালু হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে দুই দেশের। সে জন্য ফটিকছড়ি এখন গুরুত্বপূর্ণ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –