• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বেশি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মে ২০২২  

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মে) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশিম বাজারে অভিযান চালিয়ে এ আদেশ দেন জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকেলে কাশিম বাজারে অভিযানে যান ভ্রাম্যমাণ আদালত। এসময় গায়ে ১৬০ টাকা মূল্যের প্রতি লিটার সয়াবিন তেল খুচরা ব্যবসায়ীদের কাছে ১৮০ টাকা করে বিক্রির অপরাধে ভুরুঙ্গামারী ও কচাকাটা থানার বসুন্ধরা কোম্পানির তেলের ডিলার মুন্না স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই ব্যবসায়ীর গোডাউনে মজুদ থাকা ৮৮ লিটার সয়াবিন তেল ক্রেতাদের কাছে বোতলের গায়ে লেখা মূল্যে বিক্রি করা হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক ও কচাকাটা থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই দোকানিকে জরিমানা করা হয়। এ ছাড়াও ওই এলাকার ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –