• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আল জাজিরার সাংবাদিক নিহতের ঘটনায় তথ্যমন্ত্রীর শোক

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ মে ২০২২  

আল জাজিরার প্রখ্যাত সাংবাদিক শিরীন আবু আকলেহ নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার মন্ত্রী বলেন, সাংবাদিকতার দায়িত্বপালনরত অবস্থায় তার এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।

ড. হাছান বলেন,  প্রয়াত শিরীন আবু আকলেহ যুগে যুগে সাহসী সাংবাদিকতার অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন।

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে আবু আকলেহ মারা গেছেন বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত থাকা বার্তা সংস্থা এএফপির একজন আলোকচিত্রী।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে বুধবার সকালে তারা জেনিনের এক শরণার্থী শিবিরে সন্ত্রাসবাদবিরোধী অভিযান চালিয়েছে। অভিযানের সময় সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহজনক ব্যক্তিরা ইসরায়েলি সেনাদের দিকে গুলি ছোড়েন বলে বিবৃতিতে জানানো হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি বাহিনীও গুলি ছোড়ে এবং ‘লক্ষ্যবস্তু নির্দিষ্ট করা হয়েছিল'৷ এছাড়া ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে বিবৃতিতে জানানো হয় এবং ‘ফিলিস্তিনি বন্দুকধারীদের দ্বারা সাংবাদিকদের আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।'

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –