‘জরুরি পরিস্থিতি মোকাবেলায় হাজার মিলিয়ন ডলারের বাজেট সাপোর্ট’
– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৮ জুন ২০২২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংকটসহ জরুরি পরিস্থিতি মোকাবেলায় ৯২ হাজার কোটি টাকা (এক হাজার মিলিয়ন মার্কিন ডলার) বাজেট সাপোর্ট সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি আরো জানান, কভিড-১৯ জনিত অর্থনৈতিক সংকট মোকাবেলা কর্মসূচির অংশ হিসেবে আগামী অর্থবছরে (২০২২-২৩) ৫০০ মিলিয়ন মার্কিন ডলার (৪৬ হাজার কোটি টাকা) বাজেট সাপোর্ট হিসেবে গ্রহণের কার্যক্রম চলছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে এসংক্রান্ত লিখিত প্রশ্নটি উত্থাপন করেন সরকারদলীয় সদস্য মোজাফ্ফর হোসেন। জবাবে প্রধানমন্ত্রী এক হাজার মর্কিন ডলার বাজেট সাপোর্ট ব্যয়ের খাত উল্লেখ করে বলেন, এ বাজেট সাপোর্ট শিল্প-কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের প্রণোদনা প্রদান এবং সামাজিক সুরক্ষায় ব্যয় হবে।
তিনি আরো জানান, সরকার জনগণের সুপরিকল্পিত আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনাসহ জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আওয়ামী লীগের আলী আজমের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, 'করোনা মহামারিতে নাজুক বিশ্ব অর্থনীতিকে গুরুতর চাপে ফেলেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। আমি প্রথমেই এই যুদ্ধকে যত দ্রুত সম্ভব বন্ধ করার জন্য সকলকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। এ যুদ্ধ যত দ্রুত বন্ধ করা সম্ভব হবে বিশ্ব খাদ্য নিরাপত্তা ও জ্বালানি সংকটের হুমকিকে কাটিয়ে ওঠা সম্ভবপর হবে। '
তিনি আরো বলেন, 'ইউক্রেন যুদ্ধের জন্য খাদ্য, জ্বালানি এবং সারের আকাশছোঁয়া দামের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীলতা ও অস্থিরতার ঝুঁকি তৈরি হয়েছে। এরই প্রেক্ষাপটে উন্নয়নশীল এবং উন্নত দেশগুলোতে সৃষ্ট খাদ্য, জ্বালানি ও আর্থিক সংকট মোকাবেলায় সহায়তা করার জন্য জাতিসংঘ মহাসচিবের নেতৃত্বে এই গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব আমাকে আমন্ত্রণ জানান। '
সাড়ে ৩৫ লাখ গৃহহীন পুনর্বাসিত:
সরকারদলীয় আরেক সদস্য শহীদুজ্জমান সরকারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এ পর্যন্ত সারা দেশের ৩৫ লাখ ৫২ হাজার ৩৪০ জন গৃহহীন পুনর্বাসিত হয়েছে। পর্যায়ক্রমে গৃহনির্মাণের মাধ্যমে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হবে। সারা দেশে গৃহহীনদের জন্য গৃহনির্মাণ কার্যক্রম অব্যাহত থাকবে। কোথাও উপযুক্ত খাসজমি পাওয়া না গেলে জমি কিনে হলেও ভূমিহীন-গৃহহীন-ছিন্নমূল মানুষকে পুনর্বাসন করা হচ্ছে।
বাংলাদেশের মানুষের ‘মাথা গোঁজার ঠাই নাই’ এ কথাটি চিরতরে বিলুপ্ত করার জন্য আমরা বদ্ধপরিকর উল্লেখ করে সরকারপ্রধান বলেন, পুনর্বাসিত পরিবার ও তাদের ভবিষ্যৎ প্রজন্মকে মানবসম্পদে রূপান্তরের মাধ্যমে বাংলাদেশকে সামগ্রিকভাবে আরো সমৃদ্ধ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি তৎকালীন নোয়াখালী জেলা বর্তমানে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চরপোড়াগাছা গ্রাম পরিদর্শনে গিয়ে সর্বপ্রথম ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসনের নির্দেশ দেন। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে সর্বপ্রথম ভূমিহীন-গৃহহীন অসহায় পরিবার পুনর্বাসনের কার্যক্রম শুরু হয়। তারই ধারাবাহিকতায় ১৯৯৭ সালের ১৯ মে কক্সবাজার ও সংলগ্ন উপকূলীয় এলাকায় ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাতের পর সেন্ট মার্টিন দ্বীপ পরিদর্শনে গিয়ে গৃহহীন ও ছিন্নমূল পরিবার পুনর্বাসনের নির্দেশনা প্রদান করি। আমার নির্দেশনায় উজ্জীবিত হয়ে একজন স্থানীয় আওয়ামী লীগ নেতার দানকৃত জমিতে ঘূর্ণিঝড়কবলিত ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবার পুনর্বাসনের কার্যক্রম শুরু করা হয়। ১৯৯৭ সালে শুরু হওয়া ‘আশ্রয়ণ প্রকল্প’ আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে পরিচালিত হচ্ছে। ’’
– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –- পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীকে কুয়েতের রাষ্ট্রদূতের অভিনন্দন
- পঞ্চগড়ে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেলের আরোহী নিহত
- গাইবান্ধায় বাসের ধাক্কায় যুবক নিহত
- কাজের জন্য ঢাকায় এসে লাশ হয়ে ফিরল কিশোর
- ৬ মাসে পবিত্র কোরআনে হাফেজ হয়েছে সিয়াম
- কুড়িগ্রামে দুর্বৃত্তদের হাতে যুবক খুন
- ‘প্রমত্মা পদ্মায় বাংলাদেশের আত্মবিশ্বাস জেগেছে’
- রেহানা, জয়, পুতুল ও ববিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
- নতুন প্রজন্মকে তৈরি হতে বললেন প্রধানমন্ত্রী
- প্রতিমন্ত্রী, সচিব, বিমানের এমডিকে নিয়ে হজ প্রতিনিধি দল
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ
- ‘পদ্মা সেতু করে দেখিয়ে দিয়েছি আমরাই পারি’
- জাতিসংঘে পদ্মাসেতুর উদ্বোধন উদযাপন
- হজ পালনে সৌদিতে ৩৮৮৮৯ বাংলাদেশি
- পদ্মাসেতু শেখ হাসিনার সবচেয়ে বড় অর্জন: শিক্ষামন্ত্রী
- পদ্মাসেতুতে যান চলাচল শুরু
- বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপ টেস্টে আইন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদক ‘আইস’ ভয়াবহ, সেবনে অক্ষম হবে পুরুষ
- তাপমাত্রা বাড়বে
- দুই-একদিনের মধ্যে ভোজ্যতেলের দাম কমবে: বাণিজ্যসচিব
- `পদ্মা সেতু গর্ব, অহঙ্কার, সক্ষমতা ও মর্যাদার প্রতীক`
- মাদকের বিরুদ্ধে লড়াইয়ে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি
- মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
- পদ্মা সেতুতে প্রথম টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- ‘পদ্মা সেতু গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছে’
- পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশ তার সক্ষমতা দেখিয়েছে: জাইকা
- আরও ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে
- কেউ দাবায়ে রাখতে পারেনি পারবে না, আমরা বিজয়ী হয়েছি: প্রধানমন্ত্রী
- পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র : জড়িতদের খুঁজতে রুল শুনবেন হাইকোর্ট
- ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে অর্ধশতাধিক সুপারি গাছ কর্তন
- ফেসিয়াল হেয়ার মুক্ত মসৃণ ত্বক পাবেন যেভাবে
- ‘জরুরি পরিস্থিতি মোকাবেলায় হাজার মিলিয়ন ডলারের বাজেট সাপোর্ট’
- দেশে সপ্তাহব্যাপী জনশুমারি কার্যক্রম শুরু ১৫ জুন
- ২৭ মাস পর আবারও বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় বাস সার্ভিস চালু
- বদরগঞ্জে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
- নীলফামারীতে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা সভা
- বন্যার পানিতে ভাসছিল হাত-পা বাঁধা অজ্ঞাত লাশ
- কিছুক্ষণ পরই স্বপ্ন ছোঁয়ার মাহেন্দ্রক্ষণ
- সুন্দরবনে ১ জুন থেকে ৩ মাস প্রবেশে নিষেধাজ্ঞা
- বিএনপির বৃহৎ ঐক্য ‘ফাঁকা বুলি’
- জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে সজাগ থাকার পরামর্শ
- ২০২৬ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে: বাণিজ্যমন্ত্রী
- কাজের জন্য ঢাকায় এসে লাশ হয়ে ফিরল কিশোর
- বাবা ভ্যানচালক, মা বেচেন চা, মেয়ে যাচ্ছেন পর্তুগাল
- বিদ্যালয়ের খেলার মাঠে প্রধান শিক্ষকের বাড়ি নির্মাণ
- রংপুরে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে চার দিনব্যাপী আবাসন মেলা
- মুক্তিযুদ্ধ করা জাতি হারতে জানে না: সমাজকল্যাণমন্ত্রী
- খানসামায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা
- পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে পঞ্চগড়ে প্রস্তুতি সভা
- ‘পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সারাদেশের মানুষ আনন্দ উল্লাস করবে’