• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বিসিএসসহ নিয়োগ পরীক্ষার বিষয়ে কঠোর সিদ্ধান্ত

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জুলাই ২০২২  

বিসিএসসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে সব নিয়োগ পরীক্ষায় কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। রোববার দুপুরে পিএসসি চেয়ারম্যান, সদস্য, পরীক্ষা নিয়ন্ত্রকসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের এক বিশেষ সভায় এসব সিদ্ধান্ত হয়।

পিএসসি সূত্র জানিয়েছে, পরীক্ষায় কোনো প্রার্থী কথা বললে, দেখাদেখি করলে প্রার্থিতা বাতিলের পাশাপাশি কড়া ব্যবস্থা নেবে পিএসসি। এমনকি পিএসসির ভবিষ্যতের সব পরীক্ষাতেও অবাঞ্ছিত ঘোষণা করা হতে পারে ওই প্রার্থীদের।
 
সূত্র আরো জানায়, পরীক্ষা চলাকালে দেখাদেখি করলে বা কথা বললে প্রার্থীদের খাতা তাৎক্ষণিক নিয়ে নেয়া হবে। তাকে আর পরীক্ষা দিতে দেওয়া হবে না। প্রয়োজনে প্রার্থিতাও বাতিল করা হতে পারে।

আগামী ২৪ জুলাই হতে যাওয়া ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা থেকেই এই সিদ্ধান্ত প্রয়োগ করা হবে বলে পিএসসির ঐ সূত্র জানিয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –