• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

অপসংস্কৃতির হাত থেকে নতুন প্রজন্মকে বাঁচানোর আহ্বান

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জুলাই ২০২২  

অপসংস্কৃতির হাত থেকে নতুন প্রজন্মকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। শনিবার সন্ধ্যায় পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে এ আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, বাঙালির নিজস্ব গানগুলো হারিয়ে যাচ্ছে। আমাদের সংস্কৃতিকে বাঁচাতে হলে জারি-সারি, বাউলগান, রবীন্দ্রসংগীত, নজরুল গীতি, লালন গীতির চর্চা বাড়াতে হবে। অপসংস্কৃতি থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে হবে।

এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –