• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

মাদক নির্মূলে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুলাই ২০২২  

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে মাদকের বিস্তৃতি ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে নেই। তারা মাদকের বিস্তৃতি রোধে তৎপরতা চালিয়ে যাচ্ছে। মাদক মামলার আসামিদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হচ্ছে। মঙ্গলবার বিকেলে বগুড়া পুলিশ লাইন্স মাঠে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখনই মাদক কারবার বন্ধ করতে হবে। না হলে সামনের দিনে ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হবে। মাদক নির্মূলে সরকার কঠোর অবস্থানে আছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন থাকবেন ততদিন দেশ আলোকিত থাকবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ ডিজিটাল হয়েছে। এখন সাহায্যের জন্য ফোন করলেই পুলিশ সেবাপ্রার্থীর কাছে হাজির হয়ে যায়। দেশের এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই।

সমাবেশে মাদক কারবার থেকে ফিরে আসা ব্যক্তিদের মধ্যে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ করেন মন্ত্রী। এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ লাইন্স চত্বরে মুক্তির ‘অমর কাব্য’ নামের একটি ম্যুরাল উদ্বোধন করেন।

রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনের সভাপতিত্বে মাদকবিরোধী সমাবেশে আরো বক্তব্য রাখেন- বগুড়া-৫ আসনের এমপি হাবিবুর রহমান, বগুড়া-১ আসনের এমপি সাহাদারা মান্নান, বগুড়া-৭ আসনের এমপি রেজাউল করিম বাবলু, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা প্রশাসক মো. জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী প্রমুখ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –