• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

`নির্বাচনে এবার স্বাধীনভাবে ভোট দিতে পারবে জনগণ`  

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২  

`নির্বাচনে এবার স্বাধীনভাবে ভোট দিতে পারবে জনগণ'                   
আগামী সংসদ নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিতে পারবে জনগণ। হত্যা, ক্যু বা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করা শাস্তিযোগ্য অপরাধ। যুক্তরাষ্ট্রে ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেছেন।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতেই হবে।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেন তিনি। এরপর দিন যান ওয়াশিংটন ডিসিতে।

সেখানে ভয়েস অব আমেরিকাকে সাক্ষাৎকার দেন শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর থেকে দেশে গণতন্ত্র অব্যাহত আছে। আসছে নির্বাচনেও স্বাধীনভাবে ভোট দিতে পারবে জনগণ।

সাক্ষাৎকারে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। শান্তিপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বারবার সহায়তা চাওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রশ্ন ছিল ডিজিটাল নিরাপত্তা আইন ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে। জবাবে শেখ হাসিনা জানান, বিভিন্ন চ্যানেলের টক শোতে প্রতি মুহূর্তে অবাধে চলছে সরকারের সমালোচনা।

মানবাধিকার রক্ষায় তার সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –