• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বিজ্ঞানমনস্ক জাতি গঠনে কাজ করছেন শেখ হাসিনা: শিক্ষা উপমন্ত্রী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২২  

বিজ্ঞানমনস্ক জাতি গঠনে কাজ করছেন শেখ হাসিনা: শিক্ষা উপমন্ত্রী        
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনের জন্য বিজ্ঞানচর্চা বাড়াতে হবে। এজন্য বিজ্ঞানের প্রতি আমাদের ভালোবাসা দরকার। আর বিজ্ঞানমনস্ক জাতি গঠনে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি কর্মশালায় তিনি এসব কথা বলেন। 

শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, যে দেশ বিজ্ঞানে যত এগিয়ে থাকে সে দেশ তত উন্নত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার বিজ্ঞান শিক্ষাকে উৎসাহিত করছে। ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী সারাদেশে ছড়িয়ে রয়েছে। ছাত্রলীগের সবাই সব জায়গায় বিজ্ঞানকে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এগিয়ে এলে এদেশ আরো দ্রুত এগিয়ে যাবে। 

এ সময় সারাদেশের ছাত্রলীগের নেতাকর্মীদের বিজ্ঞান শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –