• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

পাঁচ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২২  

মার্কিন পররাষ্ট্র দফতরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশ আসছেন। 

শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সফরকালে তিনি কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সফরকালে নয়েস কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়াও রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে উদারতার পরিচয় দেওয়ায় বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করে তিনি ধন্যবাদ জানাবেন।

এতে আরো বলা হয়েছে, এদেশে আশ্রয় পাওয়া রোহিঙ্গা শরণার্থী ও জনবহুল দেশটির স্থানীয় জনগণকে সহায়তায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার তুলে ধরতে তিনি বেসরকারি ও আন্তর্জাতিক সহযোগী সংগঠনগুলোর কর্মকর্তাদের সঙ্গেও দেখা করবেন। 

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ফরেন সার্ভিস ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর ও অ্যাক্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন নয়েস। সফর শেষে ৭ ডিসেম্বর মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –