• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

জনগণ নৌকায় ভোট দেওয়াতেই এই উন্নয়ন: নৌপ্রতিমন্ত্রী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩  

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের জনগণ নৌকায় ভোট দিয়েছিলে বলেই আজকের এই উন্নয়ন সম্ভব হচ্ছে। 

বিশ্বব্যাংক আজ বাংলাদেশের উন্নতি দেখে প্রশংসা করছে। আগামীতে বাংলাদেশের উন্নয়নে তারা আর্থিক সহায়তা অব্যাহত রাখবে বলে কথা দিয়েছে।

মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে আশ্রয়ণ প্রকল্প-২ টাস্ক ফোর্স কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মির্জা ফখরুলের বাবা একজন কুখ্যাত রাজাকার ছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবার উল্লাস করেছিল।

বিএনপিকে উদ্দেশ্য করে এসময় তিনি বলেন, যারা সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেছে, হাওয়া ভবন তৈরি করেছে, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুস্তাফিজুর রহমান বাবু, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার নয়টি প্রকল্পে প্রায় ১১শ উপকারভোগীর মাঝে আর্থিক অনুদান, বাইসাইকেলসহ আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –