• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দেশ রক্ষায় নদী বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ছাপাখানা, কর্মীদের ব্যস্ততা ১০ ডিসেম্বর সমাবেশ করবে না আ.লীগ: ওবায়দুল কাদের

অনলাইনে ফ্লাইটের তারিখ পরিবর্তনের সেবা চালু করলো বিমান

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মার্চ ২০২৩  

অনলাইনে ভ্রমণের তারিখ পরিবর্তন সেবা চালু করেছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীদের সুবিধার্থে এবং যাত্রীসেবার মান উন্নয়নের ধারাবাহিকতায় অনলাইনে ভ্রমণের তারিখ পরিবর্তন সেবা চালু করেছে। বিমানের যেসব যাত্রী অনলাইন (বিমান ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস)-এর মাধ্যমে টিকেট কিনবেন, তারা অনলাইনেই ভ্রমণতারিখ পরিবর্তন করতে পারবেন।

যাত্রীরা টিকেট কেনার সময়ে ব্যবহৃত সংশ্লিষ্ট কার্ডটি অথবা সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটি ব্যবহার করে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে বিমানের ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপসের মাধ্যমে তাদের ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন।

বিমানের ওয়েবসাইটে www.biman-airlines.com বুক ফ্লাইট অপশনের মধ্যে ম্যানেজ মাই ট্রিপ অপশনে প্রয়োজনীয় তথ্য দেয়ার মাধ্যমে সহজেই ভ্রমণের তারিখ পরিবর্তন করা যাবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –