• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

সব সংকট কাটিয়ে ফের চালু কর্ণফুলী পেপার মিল

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪  

দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাগজকল কর্ণফুলী পেপার মিল (কেপিএম) দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে পুনরায় কাগজ উৎপাদনে ফিরেছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেড।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল হাকিম। তিনি জানান, কাঁচামাল সংকটে গত ২০ জুলাই হতে প্রায় ২ মাস কেপিএম কাগজ উৎপাদন করা সম্ভব হয়নি। বুধবার রাতে সব সংকট কাটিয়ে ফের মিলটি উৎপাদনে ফিরেছে।

কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (সিবিএ) সভাপতি আবদুল রাজ্জাক জানান, বুধবার রাত হতে কেপিএম আবারও কাগজ উৎপাদনে ফিরেছে। আমরা শ্রমিক কর্মচারী সবার পক্ষ হতে শিল্প উপদেষ্টা, বিসিআইসি কর্তৃপক্ষ এবং কেপিএম কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আশা করছি মিলটি আবারও পুরোদমে উৎপাদনে ফিরে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –