• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

হাইকোর্টের একটি বেঞ্চে ১৪৯৮ মামলা নিষ্পত্তির রেকর্ড

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২  

২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত জামিন সংক্রান্ত ১ হাজার ৪৯৮টি মামলার রুল নিষ্পত্তি করেছেন একটি হাইকোর্ট বেঞ্চ। এর মধ্যদিয়ে একদিনে মামলা নিষ্পত্তিতে অনন্য রেকর্ড তৈরি করলো বেঞ্চটি।

বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১ হাজার ৪৯৮টি রুল নিষ্পত্তি করে আদেশ দেন।

রায়ের আগে আদালত বলেন, ১ হাজার ৪৯৮টি মামলার মধ্যে যারা জামিনের অপব্যবহার করেননি, যাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে কোনো অভিযোগ নেই— এমন ক্ষেত্রে রুল যথাযথ ঘোষণা করা হলো। যাদের জামিন বাতিল হয়েছে, তাদের ক্ষেত্রে রুল খারিজ করা হলো।

এদিকে আদালত সূত্র জানা গেছে, ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত বিভিন্ন ব্যক্তির জামিন সংক্রান্ত ১ হাজার ৪৯৮টি রুল করোনাসহ নানান কারণে দীর্ঘ দিনেও শুনানি হয়নি। সম্প্রতি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মামলাজট নিরসনের উদ্যোগ নেন। তার অংশ হিসেবে দেড় হাজার মামলা নিষ্পত্তির জন্য বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়। সে নির্দেশনার ধারাবাহিকতায় হাইকোর্ট বেঞ্চটি এসব মামলা নিষ্পত্তির মাধ্যমে অনন্য নজির স্থাপন করলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –