• রোববার ২৮ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল আরো ৪ এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক ‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’

কঙ্গোতে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ২২৭

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ মে ২০২৩  

প্রতিদিনই আফ্রিকার দেশগুলোতে বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা ঘটে। এর আগে কঙ্গোতে সন্ত্রাসী হামলা বহু হতাহতের ঘটনা ঘটে। এবার কঙ্গোতে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জন-জীবন।

আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় প্রায় ২২৭ জনের প্রাণহানি ঘটে।কঙ্গো প্রজাতন্ত্রের বুশুশু এবং নিয়ামুকুবি গ্রামে উল্লেখযোগ্য ক্ষয়-ক্ষতি ও প্রাণহানি ঘটনা ঘটেছে।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা সংঘটিত হয়েছে। এ সময় ১৭৬ জনের বেশি লোক মারা যান। দেশটির এক আঞ্চলিক কর্মকর্তা এমন তথ্য দিয়েছেন। তবে স্থানীয় নাগরিক সমাজের সদস্য কাসোল মার্টিন বলেন, ২২৭টি লাশ পাওয়া গেছে।

শুক্রবার স্থানীয় গণমাধ্যগুলো জানিয়েছে, দেশটির দক্ষিণ কিভু প্রদেশে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে একটি নদীতে ব্যাপক জোয়ারের সৃষ্টি হয়। এর ফলে সৃষ্ট বন্যায় বুশুশু এবং নিয়ামুকুবি গ্রামে উল্লেখযোগ্য ক্ষয়-ক্ষতি ও প্রাণহানি ঘটে। সেখানকার প্রাদেশিক সরকার এক বিবৃতিতে এমন তথ্য দিয়েছে।

দক্ষিণ কিভুর গভর্নর থিও এনগওয়াবিদজে কাসি মৃতের সংখ্যা ১৭৬ জন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে অনেক লোক এখনো নিখোঁজ রয়েছে। স্থানীয় নাগরিক সমাজের সদস্য কাসোল মার্টিন বলেন, ২২৭টি লাশ পাওয়া গেছে।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালের অক্টোবরে আরেকটি বন্যায় ৭০০ টিরও বেশি বাড়ি ধ্বংস হয়েছিল। জাতিসংঘের মতে, সে সময় ১৩০ জনেরও বেশি লোক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –