• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

হত্যা মামলায় গ্রেফতার সাবেক মেয়র বন্যা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৪  

ঠাকুরগাঁও পৌরসভার সদ্য সাবেক মেয়র, আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী আঞ্জুমান আরা বেগম বন্যাকে পঞ্চগড় জেলার বোদা এলাকায় আত্মীয়ের বাসা থেকে আটক করেছে পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখানো হয়েছে হত্যা মামলায়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে বোদা থানার থানাপাড়ার সাবেক মেয়রের আত্মীয় শাহজাহানের বাসা থেকে বন্যাকে গ্রেফতার করা হয়।

সেনাবাহিনী ও পুলিশ পাহারায় এরপর তাকে ঠাকুরগাঁও সদর থানায় স্থানান্তর করা হয়েছে।

ঘটনাটি জানিয়ে বন্যার স্বামী সাংবাদিক সামসুজ্জোহা বাবলু বলেন, তার স্ত্রী অসুস্থ। আগে কোনো মামলার আসামি ছিলেন বলে তার জানা নেই। তার একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে। তিনি যেন আইনগতভাবে সুবিচার পান এটাই তার পরিবার আশা করে।

ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, সদর উপজেলার আরাজি পাইকপাড়া গ্রামের জাকির হোসেনের করা ২১ আগস্টের একটা হত্যা মামলায় (মামলা নম্বর ১৮/২০২৪) তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ তাকে আদালতে নেওয়া হবে

গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পৌর এলাকার অনেকেই বন্যাকে ভোটচুরির মাধ্যমে অনির্বাচিত ও অবৈধ মেয়র বলে উল্লেখ করেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –