• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৯ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

শাহ আমানতে আড়াই কোটি বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪  

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আড়াই কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ মোহাম্মদ জাকির হোসেন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাকে আটক করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্যরা। তিনি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাচ্ছিলেন বলে জানা গেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, আটককৃত যাত্রীর কাছ থেকে সাত লাখ ৭০ হাজার সৌদি রিয়াল ও ৪৪ হাজার আরব আমিরাতের দিরহাম উদ্ধার করা হয়েছে। এগুলোর মূল্যমান প্রায় আড়াই কোটি টাকার সমান।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –