• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

সাবেক এমপি মাজহারুল ইসলামকে দিনাজপুর কারাগারে প্রেরণ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪  

ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গী থানার মামলায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে পুলিশি নিরাপত্তায় ঠাকুরগাঁও আদালতে হাজিরের পর তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে পুলিশি নিরাপত্তায় ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে বালিয়াডাঙ্গী ও সদর থানার মামলায় হাজিরার উদ্দেশে ঠাকুরগাঁও জেলা আদালতে হাজির করা হয়। পরে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনের (আমলি আদালত বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও) আদালতে হাজির করলে তার জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ড শুনানি ধার্য করে কারাগারে প্রেরণ করেন। পরবর্তী হাজিরার তারিখ দেওয়া হয় ১৪ অক্টোবর।

আদালত সূত্রে জানা গেছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের (আমলি আদালত সদর ঠাকুরগাঁও) আদালতে সদর থানার মামলায় আসামিকে হাজির করলে তাকে উক্ত মামলায় গ্রেফতার দেখানো হয়। পরবর্তী হাজিরার তারিখ দেওয়া হয় ১০ অক্টোবর। দুপুর ১২টার দিকে পুলিশি পাহারায় ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে পুলিশ পরিদর্শক কামরুজ্জামানের নেতৃত্বে ওই আসামিকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –